শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

শাবিপ্রবির সায়েন্স অ্যারেনার পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি

শাবিপ্রবির সায়েন্স অ্যারেনার পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি

‘আবর্জনা করার আগে চিন্তা করুন: হ্রাস করুন, পুনরায় ব্যবহার করুন, পুনর্ব্যবহার করুন’ এমন  প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি হাতে নিয়েছে।
 
আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি জেড. এম. তৌহিদুল ইসলাম সিজান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যালির পরে বৃক্ষরোপণ ও ক্যাম্পাসে প্লাস্টিক এবং পলিথিন বর্জ্য সংগ্রহ করা হবে।

এ সময় পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি তথ্য মতে, সারা বিশ্বে প্রতি বছর ৫০ হাজার কোটি প্লাস্টিক ব্যাগ তৈরি করা হয়। প্রতি বছর সারা বিশ্বে ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ে। প্লাস্টিক জাতীয় পণ্য কখনো পচে না, যার কারণে এ প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: