শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

কবে আসছে ‘মহানগর-৩’? যা বললেন নির্মাতা আশফাক নিপুণ

কবে আসছে ‘মহানগর-৩’? যা বললেন নির্মাতা আশফাক নিপুণ

সংগৃহীত

গতকাল মঙ্গলবার নেটিজেনদের উসকে দিতে ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত একটি কার্ডই যথেষ্ট ছিল। কয়েকটি ইংরেজি অক্ষর আর শূন্যস্থান ছিল সেখানে। সেইসঙ্গে লেখা ছিল, ‘হইচই-এর পর্দায় কে আসছে অনুমান করুন।’

নেটাগরিকদের অধিকাংশই বলতে থাকেন, ‘এখানে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর ৩’-এর ইঙ্গিত দেওয়া হয়েছে।’ কেউ লিখেছেন, ‘ওসি হারুন’, কেউ লিখেছেন, ‘মোশাররফ করিম।’ কেউ প্রশ্ন রেখেছেন, ‘তবে কি ‘মহানগর ৩’ আসছে?’

সে প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় সিরিজটির নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে। তিনি বলেন, ‘তাদের (হইচই বাংলাদেশ) অফিসিয়াল ঘোষণার একটা ব্যাপার আছে এবং তারা প্রমোশন চালাচ্ছে। যার ফলে দর্শকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। বিষয়টি আমার চোখেও পড়েছে। অনেকেই জানতে চাচ্ছেন এটি ‘মহানগর ৩’-এর আভাস কি না। নির্মাতা হিসেবে এটা অবশ্যই আমার জন্য তৃপ্তিদায়ক।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, এর আগে কখনো দুটি সিজন কোনো সিরিজের হয়নি। দুটোই জনপ্রিয় হয়েছে এমনটাও দেখা যায়নি। তৃতীয় কিস্তির জন্য দর্শকের যে আগ্রহ সেটাও দেশে এই প্রথম। সিজন দুটি বানাতে আমার অনেক সময় লেগেছে। এখন যখন দেখি মানুষের আগ্রহ এত চরমে, তারা আশা করছেন এটা ‘মহানগর ৩’-এর ইঙ্গিত তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে। ‘মহানগর ২’ এসেছে এপ্রিলে। ডিসেম্বরে একটি কাজ আসবে তা দেখে মানুষ দাবি করছেন এটা ‘মহনগর ৩’। অনেকে প্রশ্ন করছেন, এটা মহানগর কি না। যেহেতু মোশাররফ করিম আছেন। এটা নির্মাতা হিসেবে অবশ্যই আমার জন্য তৃপ্তির।’

তবে সফলতার গল্পে চাপের আনাগোনাও আছে উল্লেখ করে এ নির্মাতা বলেন, ‘সেইসঙ্গে চাপেরও। কেননা তাদের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে সেটা ধরে রাখা একটা চাপ। কথায় আছে ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।’ বিষয়টি অনেকটা সেরকম। দর্শকের প্রত্যাশা তৈরির থেকে রক্ষা করা অনেক কঠিন।’

দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে মোশাররফ করিম উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় অধ্যায়ের জন্য।

গেল রোজার ঈদ উপলক্ষে ২০ এপ্রিল মুক্তি পায় ‘মহানগর ২’। সিরিজটির শেষে ওসি হারুনের গুলিবিদ্ধ হওয়া এবং অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি দর্শকের কৌতূহল আরো উসকে দিয়েছিল। এবার সেই আগুনে ঘি ঢেলে দিল ইঙ্গিতমূলক পোস্টার।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: