কবে আসছে ‘মহানগর-৩’? যা বললেন নির্মাতা আশফাক নিপুণ
গতকাল মঙ্গলবার নেটিজেনদের উসকে দিতে ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত একটি কার্ডই যথেষ্ট ছিল। কয়েকটি ইংরেজি অক্ষর আর শূন্যস্থান ছিল সেখানে। সেইসঙ্গে লেখা ছিল, ‘হইচই-এর পর্দায় কে আসছে অনুমান করুন।’