• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

বালিশ নিয়ে বিমানে উঠলেন জাহ্নবী, কিন্তু কেন?

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

ঝুলিতে খুব একটা ছবি নেই। তবুও নেটপাড়ার কল্যাণে মাঝে মধ্যেই হইচই ফেলে দেন জাহ্নবী কাপুর। বিতর্কও ওঠে তাকে নিয়ে। কখনও ফ্যাশন শোয়ের আগে পোশাক বিভ্রাট, তো কখনও জেনারেল নলেজ কেলেঙ্কারি। তবে এবার তিনি যা করলেন, তা দেখে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির জাহ্নবী। রীতিমতো বগলে বালিশ চেপে বিমানবন্দরের অন্দরে ঢুকতে দেখা গেল তাকে। হঠাৎ কেন বালিশ সঙ্গে তা অবশ্য জানাননি তিনি।

সূত্র বলছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সেই কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্য বালিশ নিয়ে বিমানে উঠবেন অভিনেত্রী।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া