মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

একাধিক লুকে চমক দিলেন সালমান

একাধিক লুকে চমক দিলেন সালমান

ফিরছে বিগ বস। প্রকাশ্যে এলো বিগ বস ১৭ -এর প্রোমো। আর সেখানেই আবারও সঞ্চালক হয়ে ধরা দিতে চলেছেন বলিউড ভাইজান সালমান খান। তারই ঝলক সামনে এনে চমকে দিলেন তিনি। মাত্র এক মাস আগেই বিগ বস ওটিটি সিজন ২ শেষ হলো, সেটার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার সালমান খান তার এই রিয়েলিটি শোয়ের নতুন প্রোমো পোস্ট করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি বিগ বস সিজন ১৭-এর প্রথম প্রোমো পোস্ট করেন। বিগ বস সিজন ১৭-এর প্রথম প্রোমোতে ভাইজান ঘোষণা করেন, দর্শকরা এতদিন বিগ বসের চোখ দেখেছেন, এবার তার তিনটি অবতার দেখতে চলেছেন এই শোতে। আর এই তিনটি অবতারের প্রথমটা হলো মন। সেখানে সালমান খানকে একটি লাল রঙের কুর্তা পরে হাসতে দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় অবতার হিসেবে তিনি ঘোষণা করেন মস্তিষ্ক বা বুদ্ধিকে। আর তৃতীয় অবতার হলো ক্ষমতা। পরিশেষে তিনি বলেন, ‘এখন এতটুকুই, প্রোমো শেষ হলো। প্রোমোর শেষে এই শোয়ের নতুন লোগো এবং ট্যাগলাইন চোখে পড়ল। সঙ্গে দেখা গেল শিগগিরই আসছে। সালমান এই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এবার বিগ বস একদম অন্য খেলা দেখাবে। আর তা দেখে সবাই স্তম্ভিত হয়ে যাবেন।’

বিগ বস শো-টার একটা আলাদাই দর্শক আছে। যারা তারকাদের ঝগড়া, তাদের বন্ধুত্ব, দৈনন্দিন জীবনযাপন দেখতে বেশ পছন্দ করেন, আসলে অনেক হাঁড়ির খবর পাওয়া যায় যে! ফলে পছন্দের শো ফিরলে আনন্দ তো হবেই। স্বাভাবিকভাবেই সিজন ১৭-এর প্রোমো দেখে উচ্ছ্বসিত সবাই। এক ব্যক্তি লিখেছেন, ‘অবশেষে প্রোমো এলো। আমি দারুণ উচ্ছ্বসিত।’ আরেকজন লিখেছেন, ‘আমার তো বিশ্বাসই হচ্ছে না। দারুণ খবর।’

দৈনিক বগুড়া

সর্বশেষ: