শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

সুমাইয়া শিমুর ঘরে এলো যমজ ছেলে

সুমাইয়া শিমুর ঘরে এলো যমজ ছেলে

সংগৃহীত

যমজ সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

রোববার (১৯ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে শিমু বলেন, ‌‘মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। আসলে অন্য রকম অনুভূতি। এখন যত দিন যাচ্ছে, অনুভূতিটা তত বেশি গাঢ় হচ্ছে। ডাক্তার সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ বলেছিলেন ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়।’

তিনি জানান, দুই সন্তানের নাম এখনও রাখেননি। তবে আগে থেকেই পছন্দ করে ঠিকও করেছিলেন। চূড়ান্ত করতে পারেননি। তবে শর্টলিস্ট করে রেখেছেন। শিগগির এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। সুমাইয়া শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

সূত্র: Independent Tv