মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!

করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!

বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে করলা চাষে লাভবান কৃষক আলতাব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় করলার বেশি ফলন পেয়েছেন তিনি। উৎপাদন এবং ভালো দাম পাওয়ায় খুশি তিনি। তার সফলতা দেখে এখন অনেক কৃষকই করলা চাষে আগ্রহী হয়েছেন।

জানা যায়, কৃষক আলতাব আগে এক সময় ঢাকায় গামের্ন্টসে কাজ করতেন। অর্থের উপার্জন করার জন্য পরিবার পরিজন ছেড়ে ঢাকায় থাকতে হতো। অভাবের সংসারে চাকরী করে যে টাকা উপার্জন হতো তা দিয়ে সংসার চালানো কষ্ট হতো। তারপর চাকরি ছেড়ে দিয়ে গত কয়েক বছর আগে গ্রামে চলে আসেন। গ্রামে এসে কৃষি কাজে মনোনিবেশ করেন। জমানো টাকা দিয়ে দেড় বিঘা জমি ইজারা নিয়ে রানী জাতের করলার চাষ করে তার ভাগ্য বদলেছেন। বাজারে করলা ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তিনি।

করলা চাষি আলতাব বলেন, জমি প্রস্তুত করে গত ভাদ্র মাসের প্রথম সপ্তাহে জমিতে করলার চারা রোপন করি। মাঁচা তৈরী করে চারা থেকে গাছ মাঁচায় উঠিয়ে দেই। প্রতি এক বিঘা জমিতে বাঁশ ও সুতা দিয়ে মাঁচা তৈরী করতে এবং শ্রমিকসহ খরচ হয়েছে ২৫-২৬ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে করলা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।

বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অন্যান্য সবজির চেয়ে করলা চাষে তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় এ উপজেলার কৃষকরা করলা চাষে ঝুঁকছেন। করলা চাষে আমরা কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ায় আলুর বাম্পার ফলন
বগুড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ঘর বিতরণ
বগুড়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক
শিবগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তিন দিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
সারিয়াকান্দিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি
শেরপুরে ফিলিং স্টেশনে দুই লাখ টাকা জরিমানা; ২ জন আটক
সোনাতলায় রেল স্টেশনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা
সারিয়াকান্দিতে চায়না ম্যাজিক জাল ধ্বংস করলো উপজেলা প্রশাসন
বগুড়ার সান্তাহারে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা