বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭১`র যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৭১`র যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

নেদারল্যান্ডসের শহর হেগে এক সম্মেলনের আয়োজন করেছে ইউরোপ ভিত্তিক বাংলাদেশি প্রবাসী সংগঠন। সেখানে বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা পরিচালনার জন্য পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

সম্মেলনে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বর্বরতা ও গণহত্যার স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন বক্তারা। 

হেগে শহরে এই সম্মেলনের আয়োজন করেছে ইউরোপ ভিত্তিক বাংলাদেশি প্রবাসী সংগঠন। তাদের সঙ্গে আছে ইউরোপীয়ান বাংলাদেশ ফোরাম, সুইজারল্যান্ড মানবাধিকার সংস্থা। 

সম্মেলনে বক্তারা বলেন, মানবতাবিরোধী যেকোনো কর্মকান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। ১৯৭১ সালে বাংলাদেশিদের ওপর যে পাকিস্তানিরা যে নৃশংস কর্মযজ্ঞ পরিচালনা করেছে তারা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। কারণ এতো বড় একটি গণহত্যার ঘটনা বিশ্বের আড়ালে থাকতে পারেনা।

আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে পাকিস্তানও ১৯৭১ সালের ঘটনাগুলোকে অপরাধ হিসেবে গণ্য করছে না। এতে অপমান করা হচ্ছে বাংলাদেশের লাখ লাখ শহীদ ও তাদের পরিবারকে। পাকিস্তানকে অবশ্যই এই অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

দৈনিক বগুড়া