মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি দেখে আঁতকে উঠলেন সবাই

অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি দেখে আঁতকে উঠলেন সবাই

সংগৃহীত

স্ট্রবেরি ফলটি দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফলটি দেখলে হয়তো আর কেউ খেতে চাইবেন না। সম্প্রতি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে ক্যামরা বসিয়ে ধারণ করা স্ট্রবেরির একটি ভিডিওতে দেখা গেছে, ফলটির ভেতর অনেক পোকা সদৃশ্য ছোট ছোট অণুজীব রয়েছে।

এক মিনিটের এ ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে ফ্রেড ডাইবাইয়াস নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি পরীক্ষা করছেন। এরপর যন্ত্রটি দিয়ে জুম করার পর দেখা যাচ্ছে স্ট্রেবেরির ভেতর অনেক ছোট ছোট পোকা হাঁটাহাটি করছে। এছাড়া কিছু পোকা ফলটির ভেতর থেকে বেরিয়ে আসছে।

ভিডিওটির এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত এক কোটি বার দেখা হয়েছে। এছাড়া এতে লাইক দিয়েছেন ১৪ হাজার মানুষ।

ভিডিওটির নিচে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, স্ট্রবেরির ভেতর পোকা আছে এটি সবার জানা। ভিনেগার অথবা বেকিং সোডা দেওয়া পানিতে এগুলো ২০ মিনিটের বেশি সময় চুবিয়ে রাখনু।

আরেকজন লিখেছেন, ফলে থাকা পোকায় প্রোটিন আছে। অপর একজন লিখেছেন, আমি অনেক পোকা খেয়েছি

ছোট ছোট যে পোকাগুলো দেখা যাচ্ছে এগুলো এক ধরনের ফলের মাছি। এসব মাছি স্ট্রবেরির মতো ফলে বাসা বাধে এবং সেখানে ডিম পাড়ে। তবে ফলে থাকা এসব পোকা খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এ ধরনের কোনো প্রমাণ নেই।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: