শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

বিড়াল পেল ডক্টরেট ডিগ্রি

বিড়াল পেল ডক্টরেট ডিগ্রি

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠান সামনে রেখে ম্যাক্স নামের একটি বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি দেওয়া হয়েছে।

ভারমন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাস্টলেটন ক্যাম্পাস বিড়ালটিকে ইঁদুর শিকারের জন্য নয়, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য।

বিশ্ববিদ্যালয়ের ক্যাস্টলেটন ক্যাম্পাসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ম্যাক্স দ্য ক্যাট অনেক বছর ধরে ক্যাস্টলেটন পরিবারের স্নেহময় একজন সদস্য হিসেবে আছে।

ক্যাম্পাসে প্রধান ফটকের আগে সড়কের পাশের একটি বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে থাকে গায়ে ডোরাকাটা এখানকার সবার প্রিয় বিড়ালটি।

ম্যাক্স অবশ্য শিক্ষার্থীদের স্নাতক সমাপনীতে অংশ নেয়নি। তার ডিগ্রির সনদ পরে অ্যাশলের কাছে পৌঁছে দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: