মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

চিপস খেতে গিয়ে প্যাকেটের মধ্যে পেলেন মরা ব্যাঙ

চিপস খেতে গিয়ে প্যাকেটের মধ্যে পেলেন মরা ব্যাঙ

সংগৃহীত

চিপসের প্যাকেটের মধ্যে চুল, মশা-মাছি, আরশোলা ও টিকটিকি পাওয়ার ঘটনা শোনা গেছে। কিন্তু এবার পাওয়া গেল ব্যাঙ। তাও আবার চোখে ধরা পড়ল অর্ধেকটা খাওয়ার পরে। সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী চিপস কোম্পানির বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন। এ ঘটনা তদন্ত করছে অধিদপ্তর। তারা জানতে পারে বিষয়টি সত্যি ঘটেছে। এরপর তারা চিপসের প্যাকেটটি পরীক্ষার জন্য নিয়ে যায়। এছাড়া একই ব্যাচের অন্য প্যাকেটগুলোও বাজেয়াপ্ত করে খাদ্য অধিদপ্তর। 

গত মঙ্গলবার জেসমিন প্যাটেল দোকান থেকে একটি চিপস কিনেছিলেন। তারপর অর্ধেকটা খেয়ে চিপসের প্যাকেট রেখে দেন জেসমিন। সুতরাং বাকিটা রাখাই ছিল তার বাড়িতে। পরদিন বুধবার সকালে যখন আবার চিপসের প্যাকেটটি খোলেন জেসমিনের মেয়ে তখনই চিপসের মধ্যে দেখতে পান একটি মরা ব্যাঙ পড়ে রয়েছে। যা আগে খেয়াল করেননি জেসমিন।

এমন ঘটনার পরপরই চিপস কোম্পানির ম্যানেজার এক বিবৃতিতে বলেন, ‘‌আমাদের প্ল্যান্টটি স্বয়ংস্ক্রিয়। চিপসে যদি একটি পচা আলুও থাকে, তাহলে সেটা সরিয়ে ফেলা হয়। প্যাকেটে মরা ব্যাঙ থাকার বিষয়টি মানা যাচ্ছে না। আমরা এই ঘটনার তদন্ত করব।’‌

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: