শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোয়েটার পরেই ঘুম, কী ক্ষতি হচ্ছে?

সোয়েটার পরেই ঘুম, কী ক্ষতি হচ্ছে?

শীতের পোশাকের মধ্য অন্যতম হলো সোয়েটার। ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে এ সময় সবাই কমবেশি সোয়েটার ব্যবহার করি। বিশেষ করে রাতে ঘুমানোর সময়ও ঠাণ্ডায় একটু বেশি আরাম পেতে অনেকে সোয়েটার গায়ে জড়িয়েই ঘুমান। তবে এতে উপকারের বদলে হতে পারে ব্যাপক ক্ষতি।

তহালে চলুন আজ জেনে নেয়া যাক, সোয়েটার পরে ঘুমানোর ফলে কী কী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে-

১. সোয়েটার পরে ঘুমোলে ত্বক বেশি পরিমাণে শুষ্ক হয়ে ওঠে। এই শুষ্কতা ত্বকে এগজিমার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

২. শুধু এগজিমাই নয়, অন্য ধরনের চর্মরোগও প্রচুর ঝুঁকি থাকে সোয়েটার পরে ঘুমোনোর ফলে।

৩. ঘুমানোর সময় উলের মোজা না পরার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞদের। উলের মোজা পায়ের পাতায় ব্যাকটিরিয়া-ঘটিত নানা ধরনের সংক্রমণ বাড়তে পারে। তাই ঘুমোনোর সময়ে উলের মোজা পরা উচিত নয়। এর পরিবর্তে সুতির মোজা পরতে পারেন।

৪. ঘুমের মধ্যে আপনি কী এপাশ ওপাশ করেন? তাহলে সোয়েটার পরে ঘুমোলে আপনার সমস্যা হতে পারে। বেশি ঘাম হতে পারে। এমনকি এর ফলে রক্তচাপও হ্রাস পেতে পারে।

৫. অনেকের খালি গায়ে সোয়েটার পরে ঘুমানোর অভ্যাস রয়েছে। কিন্তু এ অভ্যাস চুলকানিসহ ত্বকের অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।

দৈনিক বগুড়া