সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

আজ ফের শুরু ইউরোপিয়ান লিগ ফুটবল

আজ ফের শুরু ইউরোপিয়ান লিগ ফুটবল

সংগৃহীত

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আজ থেকে ফের শুরু হচ্ছে ইউরোপিয়ান লিগ ফুটবল। যেখানে নিজ নিজ লিগে নামছে প্রায় সব জায়ান্ট দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত নয়টায় বার্নলিকে চেলসি ও লুটনকে আতিথ্য দেবে টটেনহ্যাম। রাত দুইটায় ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড।

একই সময় লা লিগায় লাস পালমাসের বিপক্ষে নামবে বার্সেলোনা। সিরি আয় ভিন্ন ম্যাচ জুভেন্টাস ও এসি মিলানের। বুন্দেসলিগায় রাত সাড়ে এগারোটায় জার্মান ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।

যতটা গর্জে ততটা বর্ষে না, প্রবাদের বাস্তব রূপ যেন ডার ক্ল্যাসিকো। ইদানিং খুব একটা জমে না বায়ার্ন-ডর্টমুন্ড লড়াই। অন্তত বুন্দেসলিগায়। দু’দলের শেষ দশ লিগ ম্যাচে ডর্টমুন্ডের প্রাপ্তি বলতে কেবল এক ড্র। বাকি নয় ম্যাচেই জিতেছে বাভারিয়ানরা।

তবে এবারের মতো এতো কোনঠাসা বায়ার্নকে আগে কখনও পায়নি চিরপ্রতিদ্বন্দ্বিরা। শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে দশ পয়েন্টের ব্যবধানে এরই মধ্যে পিছিয়ে পড়েছে শিরোপা রেসে। তবে স্বস্তির খবর, ফিটনেস টেস্টে উতরে গেছেন গোল মেশিন হ্যারি কেইন।

অন্যদিকে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার দূরে থাক, সেরা চারেই টিকে থাকা কঠিন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। টেবিলের ছয় নম্বর পজিশনটাও নড়বড়ে রেড ডেভিলসের। ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাই পূর্ণ তিন পয়েন্টে চোখ টেন হাগের।

যদিও গেলো মৌসুমে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলো দ্যা বি-স। দু’দলের শেষ ১০ দেখায় এটিই ইউনাইটেডের একমাত্র হার। ইনজুরি কাটিয়ে প্রায় দু’মাস পর ফিরতে প্রস্তুত ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

দুরাবস্থা কাটিয়ে উঠার চ্যালেঞ্জ চেলসির। নামতে নামতে টেবিলের এগারোতে এখন ব্লুজ। তবে স্ট্যামফোর্ড ব্রিজে শেষ ৬ ম্যাচে ৫ জয় নিয়ে বার্নলির বিপক্ষে নামার অপেক্ষায় পচেত্তিনোর দল। ফিটনেস জটিলতায় অনিশ্চিত কোল পালমার ও বেন চিলওয়েল।

লা লিগায় টেবিল টপার রিয়ালের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ বার্সেলোনার। টানা ৮ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে কাতালানরা। প্রতিপক্ষ লাস পালমাসের সঙ্গে হারেনি শেষ ১১ ম্যাচ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: