বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২৫ পরিবার

বগুড়া আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২৫ পরিবার

আদমদীঘি উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে ২য় পর্যায়ে ঘর পেলেন দরিদ্র ২৫ টি পরিবার।  রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে এই আশ্রয়-২ প্রকল্পের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আদমদীঘি উপজেলা সভাকক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদ সদস্যা মনজু আরা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান,ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, আব্দুল হক, জিল্লুর রহমান, এরশাদুল হকসহ নেতৃবর্গ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহারের দ্বিতীয় পর্যায়ে ভুমিহিন ২৫টি পরিবারের নিকট ঘরের নামজারি দলিল হস্তান্তর উদ্বোধন করেন। এর আগে অত্র উপজেলায় একশত পরিবারকে ঘর প্রদান করা হয়।

দৈনিক বগুড়া