
বগুড়ার নন্দীগ্রামে দুই মাদককারবারিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এসআই শাহ সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ২৬ জুন সকাল সাড়ে ৭ টায় ১২০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামের ফজের আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে আসলাম।
অপরদিকে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে গরু চুরি মামলায় শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার শামছুল হকের ছেলে সিয়াম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে।
থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক বগুড়া