বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় কঠোর বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসনের অভিযান

দুপচাঁচিয়ায় কঠোর বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসনের অভিযান

দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৭দিনের কঠোর লকডাউনের প্রথমদিন গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়ায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসানাত পৃথক পৃথকভাবে কঠোর বিধি নিষেধ মানাতে ও জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালান। এদিন বিকেলে উপজেলা সদরে কিছু কিছু ক্ষেত্রে মাস্ক না পড়া, অঝতা ঘোরাফেরা, বিধি নিষেধ অমান্য করে দোকান খোলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত ৮টি মামলায় ব্যক্তি ও দোকানীর মোট ১১হাজার ৯’[শ ৫০টাকা জরিমানা আদায় করেছেন। সকালে ইউএনও’র সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, এসআই ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপজেলা সদরে টহল প্রদান করেন।

দৈনিক বগুড়া