বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়া শেরপুরে শতভাগ লকডাউন কার্যকর করতে এসিল্যান্ডের অভিযান

বগুড়া শেরপুরে শতভাগ লকডাউন কার্যকর করতে এসিল্যান্ডের অভিযান

বগুড়া শেরপুর শহরের বাসস্ট্যান্ড, হাটখোলা রোড,খেজুরতলা,ধনুটমোড়সহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছেন শেরপুর উপজেলা সহকারী ভূমি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। উক্ত অভিযান চলে সকাল থেকে  দুপুর ২ টা পর্যন্ত।
 
এসময়  সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান ঘর খোলা রাখার দায়ে ও স্বাস্থ্যবিধি না মানায় এই সকল স্থানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে  ১০ টি মামলায় মোট সাত হাজার নয়শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময়ে শেরপুর থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
 
এব্যাপারে শেরপুর উপজেলার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা করা হচ্ছে প্রতিদিন।
এছাড়াও সরকারি নির্দেশনা প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া