বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শজিমেকে সাড়ে ৮ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম দিল জেলা পরিষদ

শজিমেকে সাড়ে ৮ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম দিল জেলা পরিষদ

কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলাসহ ৮ লাখ ৪৮ হাজার টাকার ‘মেডিকেল ইকুইপমেন্ট’ সরবরাহ করেছে বগুড়া জেলা পরিষদ। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদের কনফারেন্স রুমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধির কাছে এসব সামগ্রী সরবরাহ করা হয়। 

জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুল মোমিন খানের পরিচালনায় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, নাজনীন নাহার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. লোকমান হোসেন, জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ কর্তৃক সরবরাহকৃত ৮ লাখ ৪৮ হাজার টাকার মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৫০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সার্কিট,  ৫০০টি নন ব্রেথিং মাস্ক, ৫০০টি অক্সিজেন মাস্ক, ৫০০ নরমাল অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ও ২০টি ওয়াল মাউন্টেড ফ্লো মিটার।

দৈনিক বগুড়া