বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনাতলায় চুরি হওয়া মোটরসাইকেল আধা ঘন্টার মধ্যে উদ্ধার

সোনাতলায় চুরি হওয়া মোটরসাইকেল আধা ঘন্টার মধ্যে উদ্ধার

সোনাতলায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল মাত্র আধা ঘন্টার অভিযানে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারের পর জেলার সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মোটরসাইকেলের মালিকের কাছে তা হস্তান্তর করেন।  

জানা যায়, বুধবার সন্ধ্যায় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন কাঠ ফাড়াই মিলের পাশে নিজ বাসার সামনে বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো-লাল রঙের মোটরসাইকেল রেখে সৌদি প্রবাসী আবু হেলাল মসজিদে নামাজ পড়তে যান। মাগরিবের নামাজ শেষে বাড়ির সামনে এসে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে আবু হেলাল দ্রুত বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। শুরু হয় থানা পুলিশের তৎপরতা।

ওসি রেজাউল করিম রেজার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলি, এসআই আব্দুল গফুর, আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এবং গ্রাম পুলিশ সহযোগিতায় রাস্তায় রাস্তায় চেক পোষ্টের ব্যবস্থা করা হয়। চেক পোষ্টে থাকা বালুয়াহাট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শ্রী নির্মল মোটরসাইকেলের নাম্বারের ডিজিট ফলো করে সন্দেভাজন দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে।

গ্রাম পুলিশ নির্মল তার নিজের মোটরসাইকেল নিয়ে ধাওয়ার এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহভাজন দুই আরোহী মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায়। পরে নির্মল থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে মোটর সাইকেলটি মালিক আবু হেলালের কাছে হস্তান্তর করা হয়। 

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, থানা পুলিশ ও গ্রাম পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি উদ্ধার হয়। চুরি হওয়ার সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ ও গ্রাম পুলিশদের তথ্য দিয়ে চেকপোস্ট বসালে মোটরসাইকেলটি উদ্ধার হয়। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু