শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফের খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক।

শনিবার সকালে উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ১ কেজি করে চাল ১ হাজার ৬২৮ জন উপকারভোগীকে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইউপি সচিব রাসেল খান প্রমুখ।

এদিকে, শিবগঞ্জ সদর ইউনিয়নে ১ হাজার ৯৮৭ জন উপকারভোগীকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেন ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিউল ইসলাম, ইউপি সদস্য চুন্নু মিয়া, শিপন, মোহাম্মদ আলী, শাহজাহান শেখ, দিলারা জাহান প্রমুখ।

মোকামতলা ইউনিয়নে ১ হাজার ৮১২ জন উপকারভোগীকে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ভেটেনারী অফিসার মুনতাসির মামুন, উপজেলা শিক্ষা অফিসার ছারোয়ার জাহান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, পান্না মিয়া, রফিকুল ইসলাম, আবু হানিফ, মর্জিনা বিবি, হেলেনা বিবি প্রমুখ। 

সৈয়দপুর ইউনিয়নে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান তৌফিক। এখানে ১ হাজার ৭৩২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী বিআরডিবি কর্মকর্তা পলাশ রায়হান, ইউপি সদস্য আব্দুল মোত্তালেব, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম , আব্দুল লতিফ, শাহনাজ, বেবীসহ আরো অনেকে।

দৈনিক বগুড়া