বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ

গাবতলীতে বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল ১৭ জুলাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভিজিএফ এর চাল বগুড়ার গাবতলী সদর, দূর্গাহাটা, নেপালতলী, নাড়–য়ামালা ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে পৃথকভাবে স্ব-স্ব পরিষদ কার্যালয়ে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে ১৮টন চাল ইউনিয়নের ১৮’শ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী শাহ কুড়ানু, সাবেক ইউপি সদস্য নুরুল হক লিলু, গণ্যমান্যদের মধ্যে রুবেল প্রামানিক, আঃ মান্নান, নয়ন, মাহফুজার, রফিকুল ইসলাম, রনজু প্রমুখ। গাবতলী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাঠিগঞ্জ স্কুলে ৯’শ জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য আশরাফ আলী, শেফালী বেগম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আতিক, স্থানীয় ফজলুল হক, আঃ রশিদ, সুমন মিয়া প্রমুখ। নেপালতলী ইউপি পরিষদে চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোফ্ফার আলী এবং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী।

দৈনিক বগুড়া