শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

শাজাহানপুরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

বগুড়ার শাজাহানপুরে রোপা আমন মৌসুমে আকষ্মিক বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে পূর্ণবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে নাবী জাতের ধানের বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ, উপজেলাকৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলামসহ যুবলীগ নেতা বাহারাম বাদশাসহ অত্র দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় কৃষকদের বিআর-২৩,ব্রি-৩৪ ও নাইজার শাইলসহ ১হাজার কেজি বীজ বিতরণ করা হয়েছে।

দৈনিক বগুড়া