বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধুনট পৌর এলাকায় কোথায় কখন ঈ‌দের নামাজ

ধুনট পৌর এলাকায় কোথায় কখন ঈ‌দের নামাজ

ধুনট পৌর এলাকার ১৫টি ঈদগাহ্ মা‌ঠের ঈ‌দের নামা‌জের সময়সূচী নির্ধারণ করা হ‌য়ে‌ছে। এসব ঈদগাহ্ মা‌ঠে সকাল ৮টা, সোয়া ৮টা এবং সা‌ড়ে ৮টায় ঈ‌দের জামাত অনু‌ষ্ঠিত হ‌বে। এরম‌ধ্যে ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জা‌মে মস‌জি‌দে ঈ‌দের জামাত সকাল সা‌ড়ে ৮টায় অনু‌ষ্ঠিত হ‌বে।

ধুনট থানাপাড়া জা‌মে মস‌জিদ ঈদগাহ, প‌শ্চিম ভরনশাহী মধ্যপাড়া নূর জা‌মে মস‌জিদ, চরপাড়া পুরাতন জা‌মে মস‌জি‌দ ঈদগাহ, ধুনট অ‌ফিসারপাড়া বায়তুর রহমান আহ‌লে হা‌দিস জা‌মে মস‌জিদ ঈদগাহ, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় ঈদগাহ, চরধুনট উত্তরপাড়া ঈদগা‌হ মা‌ঠে ঈ‌দের জামাত সকাল ৮টায় অনু‌ষ্ঠিত হ‌বে। এছাড়া ধুনট হাসপাতাল জা‌মে মস‌জিদ ঈদগাহ, প‌শ্চিম ভরনশাহী খাঁ বাড়ী বায়তুলমাল জা‌মে মস‌জিদ, চরপাড়া নতুন জা‌মে মস‌জিদ, পূর্ব ভরনশাহী ঈদগাহ ময়দান, উত্তর অ‌ফিসারপাড়া বায়তুন নুর জা‌মে মস‌জিদ ঈদগাহ, চরধুনট দ‌ক্ষিণপাড়া নতুন জা‌মে মস‌জিদ ঈদগাহ ও চান্দারপাড়া ঈদগাহ ময়দা‌নে ঈ‌দের জামাত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হ‌বে। 

ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জা‌মে মস‌জি‌দ ও জি‌ঞ্জিরতলা ঈদগাহ ময়দা‌নে সকাল সা‌ড়ে ৮টায় ঈ‌দের নামাজ অনু‌ষ্ঠিত হ‌বে।

ধুনট পে‌ৗরসভার মেয়র এ‌জিএম বাদশাহ্ পৌরবাসী‌কে প‌বিত্র ঈদ-উল আযহার শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ব‌লেন, দে‌শে ক‌রোনা মহামারী চল‌ছে। মহামারীর এসম‌য়ে ঈ‌দের আনন্দ উদযাপ‌নের সময় নি‌জে‌দের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঈদগা‌হে মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ ক‌রেন তি‌নি।

দৈনিক বগুড়া