বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঠোর বিধি-নিষেধঃ বগুড়ায় ৭৭জনকে জরিমানা

কঠোর বিধি-নিষেধঃ বগুড়ায় ৭৭জনকে জরিমানা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদের পর সারাদেশে আজ(২৩ জুলাই) থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ। বগুড়ায় কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে সোচ্চার ছিল ভ্রাম্যমাণ আদালত। এদিন সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে জেলাজুড়ে  ৭৭টি মামলায় ৬১ হাজার  ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত শহর এবং বিভিন্ন উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন। অভিযান চলাকালে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম পুণ্ড্রকথাকে জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অভিযানে ৭৭ মামলায় ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে এ অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক বগুড়া