বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বগুড়া সদর থেকে তিন জন জুয়াড়ি গ্রেফতার

বগুড়া সদর থেকে তিন জন জুয়াড়ি গ্রেফতার

বগুড়ায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পুরান বগুড়া কলেজ নগর ও দক্ষিণ পাড়া এলাকার বেলাল ফকিরের ছেলে মিন্টু ওরফে গবরা (৪৫), মৃত খাজামদ্দীন মন্ডলের ছেলে আশরাফ খাঁ(৪২) ও মৃত ময়েন উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম মন্ডল(৪৫)। 

বগুড়া সদর থানার স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ শুক্রবার রাত আনুমানিক সোয়া ১১টার সময় পুরান বগুড়া এলাকার নির্মানাধীন এক বাড়ির নিচে থেকে তাদের গ্রেফতার করে। 

স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তারা জুয়ার সরঞ্জাম হিসেবে ৩ সেট জুয়া খেলার তাস ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করেন। 

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: