শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সাড়ে ৩০ কেজি মুর্তিসহ গ্রেফতার ১

বগুড়ায় সাড়ে ৩০ কেজি মুর্তিসহ গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘি উপজেলায় সাড়ে ৩০ কেজি ওজনের বিষ্ণুমুর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।  শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার শাওইল এলাকায় মুর্তিসহ ওই ব্যক্তি গ্রেফতার হন। 

গ্রেফতার ব্যক্তি হলেন, শাওইল পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল রশিদ (৪৮)।  র‌্যাব বলছে, রশিদ এই মুর্তি দেখিয়ে কালোবাজারি ও প্রতারণা করতেন।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাওইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে রশিদের ঘরের ভিতর থেকে সাড়ে ৩০ কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জনসাধারণকে প্রতারণার কথা র‌শিদ স্বীকারও করেছেন।

র‌্যাব -১২ বগুড়ার ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (লেফটেন্যান্ট কমান্ডার) বিষয়টি নিশ্চিত করে বলেন, রশিদ মুর্তির মাধ্যমে কালোবাজারি করতেন।  তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আলামতসহ আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক বগুড়া