শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ২৩শ টাকা জরিমানা

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ২৩শ টাকা জরিমানা

করোনা সংক্রমনে লকডাউন উপেক্ষা করে দোকান খুলে বেচাকেনার ও মাস্ক পরিধান না করার দায়ে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ ২ আগষ্ট সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানাযায়, সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার কলাবাগান, পূর্ব ঢাকারোডসহ কয়েকটি এলাকায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবনী রায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। অভিযানে করোনা সংক্রমনে বিধি নিষেধ উপেক্ষা করে খাবার হোটেল খুলে রেখে বেচাকেনা করার দায়ে জান্নাত রেস্তোরার মালিক পারভেজ আকরামের ১ হাজার টাকা, মাস্ক পরিধান না করে চা বিক্রির দায়ে মহসিন আলীর ৫০০ টাকা, চা বিক্রেতা উত্তম কুমারের ১০০ টাকা ও মাস্ক পরিধান না করে রাস্তায় চলাচল করার দায়ে ৭জনের ৭০০ টাকাসহ মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দৈনিক বগুড়া