বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার

শিবগঞ্জ থানার  ওসি সিরাজুল ইসলাম আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এবং কলেজ মিলনায়তনে বুধবার আইন শৃঙ্খলা ও মাসিক কল্যাণ সভায় ধারাবাহিক ভাবে ৩য় বারের মত আবারও বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনিত হয়েছেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।
তিনি গত ৫ মাস পূর্বে শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করার পর থেকে থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে ব্যপক ভুমিকা পালন করেন। সেই সাথে মাদক, চোরাচালান, চুরি, ছিনতাই, নারী ধর্ষণ, বাল্য বিবাহ অপরাধ প্রবণতা কঠোর হস্তে আইনের মাধ্যমে দমনে সকল অফিসার বৃন্দের সহযোগিতায় আইনী পদক্ষেপ গ্রহণ করতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। এছাড়াও তিনি গত ৫ মাসে বিভিন্ন মামলায় অপরাধী আটক করে। থানায় আগত বিভিন্ন শ্রেণী পেশার আবেদনকারিদের আইনী সহায়তা প্রদান করতে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে তিনি মাদক দ্রব্য ও চোরাচালান , মোটর সাইকেল চুরি চক্রের সক্রিয় সদস্য ধর্ষণ মামলা আসামীদের আটক এবং সম্প্রতি একটি ফার্মের গরু চুরির ৯ লক্ষ টাকা উদ্ধার করে চুরির সঙ্গে জড়িতকে আটক করেছে। এই ধারাবাহিকতায় তার কর্ম ক্ষেত্রে যোগদানের ৫ মাসের মধ্যে পর পর তিন বার বগুড়ার জেলা মধ্যে অফিসার ইনচার্জ হিসাবে শ্রেষ্ঠ অর্জন করে সম্মাননা স্মারক পেয়েছেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, সকল পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় এই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে। আমি সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দৈনিক বগুড়া