বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন

নন্দীগ্রামে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন

বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা পৃথক পৃথক ভাবে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, প্রাণি সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমূখ।

সভাশেষে অসহায় নারীদের মাঝে ৬ টি সেলাই মেশিন ও দুইজনকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এদিকে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানার সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বগুড়া