বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে সারিয়াকান্দি-মাদারগঞ্জের ফেরী সার্ভিস

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে সারিয়াকান্দি-মাদারগঞ্জের ফেরী সার্ভিস

বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জে সাথে  যমুনা নদীতে বৃহম্পতিবার চালু হচ্ছে (সীট্রাক) ফেরী সার্ভিস । সকাল ১০টায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে ফেরী সার্ভিস উদ্বোধন করবেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত মাদারগঞ্জ- মেলানদহ এলাকার সংসদ সদস্য   মির্জা আজম  ও বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা  মান্নান । ফেরী সার্ভিস উদ্বোধন শেষে জামথল ঘাট থেকে ফেরীতে নদী পার হয়ে দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন । অনুষ্ঠানে জামালপুর , বগুড়া জেলার ও মাদারগঞ্জ, সারিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগের  নেত্ববৃন্দ উপস্থিত থাকবেন ।

ফেরী ঘাটের ইজাদার জাহিদুর রহমান উজ্জল জানান, ফেরীতে একশত আসনের যাত্রীদের বসার সিট রয়েছে । এ ছাড়াও কার, মাইক্রোবাস ,পন্যবাহী  মিনি ট্রাক  পারাপার  হবে । ফেরী সার্ভিস চালু হলে ৪৫ মিনিটে যাত্রীরা নদী পার হতে পারবে ।

বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হবে ।কাজলা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান  ও জামথল  কারিগরি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন ,ফেরী সার্ভিস চালু হলে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে ।   

দৈনিক বগুড়া