শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের চককানু গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মৌলি মন্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চককানু গ্রামে ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত আসছে শুনে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে এসি ল্যান্ড মৌলি মন্ডল বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া