বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাব্বিশটি ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী শ্রী অনুপম দাস ওরফে তুলিপকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে গত সোমবার (২৩আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের দক্ষিণসাহা পাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ভোলানাথ দাসের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী স্যারের সার্বিক নির্দেশনায় বগুড়াকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে অভিযান শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে এই শেরপুর পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নেও অভিযান চলমান রয়েছে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ছাব্বিশটি কালো রঙের ক্যান বেলজিয়ামের বিয়ারসহ শ্রী অনুপম দাসকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে এই অভিযান অব্যাহত রাখার দাবি করেন তিনি।

দৈনিক বগুড়া