
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা মন্ডলপাড়ার মৃত রমজান আলী মোল্লার ছেলে রবিউল ইসলাম ভোট (৫৬) এবং একই উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়ার গোলাম রহমানের ছেলে মোহাম্মাদ আলী (৩৬)।
পুলিশ সূত্র জানায়, উপজেলার জোকা মন্ডলপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম ভোটকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল ইসলাম ভোটের ছেলে সবুজ মিয়া পালিয়ে যান।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাড়িয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মাদ আলী নামের অপর এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রবিউল ইসলাম ভোট ও তার ছেলে সবুজ মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানাসহ জেলার বিভিন্ন থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। মোহাম্মাদ আলীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক বগুড়া