শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা পেলেন সারিয়াকান্দির দুর্গম চরের প্রায় ৫০০ মানুষ

স্বাস্থ্যসেবা পেলেন সারিয়াকান্দির দুর্গম চরের প্রায় ৫০০ মানুষ

বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে শিল্পপিতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিটি ইউনিট মানবিক সহায়তা দিয়ে আসছে অসহায় মানুষদের। এই মানবিক সহায়তার অংশ হিসেবে গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর সার্বিক সমন্বয় করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের আয়োজনে ডাঃ সমির হোসেন মিশুর নেতৃত্বে গত ২৮ আগস্ট বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চর মানিকদাইর চালুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত করা হয় স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখান থেকেই প্রায় ৫০০ অসহায় মানুষকে দেওয়া হয় স্বাস্থ্যসেবা। তাদের দেওয়া হয় বিনামুল্যে স্বাস্থ্য-সুরক্ষার জন্য সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ঔষুদ।

বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের আয়োজনে ডাঃ সমির হোসেন মিশুর নেতৃত্বে চিকিৎসা সেবায় অংশ নেন ডাঃ অলোক চন্দ্র সরকার, ডাঃ মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু, ডাঃ শারমিন হোসেন মমি, ডাঃ মিল্টন কুমার সাহা, ডাঃ সৈয়দ মাহবুব হোসেন রাজিব, ডাঃ অক্ষয় কুমার, ডাঃ সৈকত মোঃ রেজাউল হক, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ ইফতেখার হায়দার ডাঃ মশিউর রহমান ও ডাঃ আসিফ রেজা।
             

স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের এমপি সাহাদারা মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ খালেক দুলু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সংস্কৃতিজন আতিকুর রহমান মিঠু।
         

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের সমন্বয়ক শাহাজাত আলী বাদশা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন আদমদিঘী থিয়েটারের সভাপতি জাহিদুল ইসলাম, সারিয়াকান্দি যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল আলম, কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আইনাল হক, গোলাবাড়ি থিয়েটারর সভাপতি উজ্জল, বগুড়া থিয়েটারের অলক পাল, কলেজ থিয়েটারের রবিউল, তালোড়া নাগর থিয়েটারের ইনছান আলী, পাঁচপীর প্রভাতী থিয়েটারের আব্দুল বাসেদ, পাঁচবিবি থিয়েটারের রাকিনসহ পুন্ড্র অঞ্চলের গ্রাম থিয়েটারের বিভিন্ন ইউনিটের সদস্য বৃন্দ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই