শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে এগিয়ে চলছে মডেল মসজিদ নির্মাণ কাজ

নন্দীগ্রামে এগিয়ে চলছে মডেল মসজিদ নির্মাণ কাজ

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে মুজিববর্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে সরকারের গণপ‚র্ত অধিদপ্তর। তারি ধারাবাহিকতায় বগুড়ার নন্দীগ্রামে এগিয়ে চলছে স্বপ্নের মডেল মসজিদ নির্মাণ কাজ। উপজেলা পরিষদ চত্ত¡রে ৪০ শতাংশ জায়গার উপর নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদ। আর এ মসজিদে নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নন্দীগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বগুড়া গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সটি প্রায় সাড়ে ১২ কেটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে। যেখানে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জ¦যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণসহ ইত্যাদি ব্যবস্থা। 

এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ মডেল মসজিদে এক সাথে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

সমাজসেবক এ কে এম ফজলুল হক কাশেম বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সরকারের একটি মহৎ উদ্যোগ। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এলাকার গণ মানুষকে ইসলামি ভাবধারায় ও জ্ঞান বিজ্ঞানে প্রসিদ্ধ করবে। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী সারওয়ার রাহমান মিন্টু জানান, নন্দীগ্রাম মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নির্মাণের প্রায় ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কাজে কিছুটা বিলম্বিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, সরকার সঠিক ইসলামি মূল্যবোধের চর্চা ও ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যেই প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় নন্দীগ্রাম মডেল মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার জানান, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারের গণপ‚র্ত অধিদপ্তর। নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ চলছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।

দৈনিক বগুড়া