মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বগুড়ার সারিয়াকান্দিতে মদপানে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মদপানে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মদপানে সনাতন মন্ডল (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
সন্ধ্যায় সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ‘এমন খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।’ পুলিশ ও এলাকাবাসী জানায়, সনাতন মন্ডল সারিয়াকান্দি পৌরসভার বাগবেড় সাহাপাড়া এলাকার মৃত রাখাল মন্ডলের ছেলে। তিনি রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী নিজবাটিয়া গ্রামের একটি দোকান থেকে মদ কিনে পান করেন। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। ১২/০৯/২০২১ তারিখ সন্ধ্যায় তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল বিকাল ৩টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম: