শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিস্তা সাঁতার প্রতিযোগিতায় প্রথম বগুড়ার রাব্বিকে ফুলেল শুভেচ্ছা

তিস্তা সাঁতার প্রতিযোগিতায় প্রথম বগুড়ার রাব্বিকে ফুলেল শুভেচ্ছা

শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতায় ৪৬ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ১৪ বছর বয়সী বগুড়ার ছেলে রাব্বি রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার রাতে ফুলবাড়ীতে  বগুড়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মাশরাফি হিরো রাব্বিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় খাদেমুল ইসলাম, রনি সরকার, সুজন শাহা, সাব্বির ইসলাম, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় এসে পৌঁছায় ১৬ জন সাঁতারু।

এতে নারী সাঁতারুরাও অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকারী রাব্বী তিস্তা প্রতিযোগিতায় মাত্র ৫ ঘণ্টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়েছে। এর আগে গত বছর বাংলা চ্যানেল পাড়ি দিয়ে ৪০ জনের মধ্যে প্রথম হয়েছিল সে। রাব্বির বাবা আলানুর রহমান একজন সাঁতার প্রশিক্ষক। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ীতে।

দৈনিক বগুড়া