বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে আমন বিনা-৭ জাতের ধান কাটার উদ্বোধন

নন্দীগ্রামে আমন বিনা-৭ জাতের ধান কাটার উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে আমন বিনা-৭ জাতের ধান কাটার উদ্বোধন করা হয়েছে। গত (৬ অক্টোবর) বুধবার নন্দীগ্রাম উপজেলার ঢাকুইর মাঠে কৃষক আনছার আলী’র আমন বিনা-৭ জাতের ধান কাটার উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস কর্মকর্তারা।

এসময় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নজরুল ইসলাম সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সোহেল রানা, উপ-সহকারী কৃষি অফিসার শাহাদত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জাকিরুল ইসলাম প্রমুখ।

এবছরে নন্দীগ্রাম উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৯হাজার ৩৮০ হেক্টর । কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন,আমন বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধান কর্তন শুরু হয়েছে, আশা করছি এবার নন্দীগ্রাম উপজেলায় কৃষকরা বিঘা প্রতি ১৭/১৮ মন করে ধান পাবে।

দৈনিক বগুড়া