মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ও যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর সভার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট ১২ মার্চ থেকে শুরু হয়।

চূড়ান্ত ফাইনাল খেলায় মহাদেবপুর ফুটবল একাডেমী ৩-২ গোলে সান্তাহার ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ২০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা। শুক্রবার বিকালে সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির আমন্ত্রনে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোকন, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, সহ সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

দৈনিক বগুড়া