বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের ৪ গ্রামে পোঁছাল বিদ্যুৎ

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের ৪ গ্রামে পোঁছাল বিদ্যুৎ

বগুড়া সারিয়াকান্দির সদর এবং কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ৪ টি গ্রাম বিদ্যুৎ এর আলোতে আলোকিত হয়েছে। এসব গ্রামগুলোর ৪০৮ টি পরিবার পাবেন বিদ্যুৎ সুবিধা। রবিবার সকালে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদপুত্র শিক্ষাবিদ শাখাওয়াত হোসেন সজল, বাপপিবো বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুল হোসেন, বগুড়া পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আব্দুল কদ্দুস, বগুড়া বাপপিবোর নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন মাহমুদ, পবিস সারিয়াকান্দি জোনাল অফিসের ডি জি এম অসিত কুমার শিকদার, এ জি এম মোঃ শামচুল হক, এলাকা পরিচালক আহসান হাবিব প্রমুখ।

দৈনিক বগুড়া