বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশামন দিবস উদযাপন

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশামন দিবস উদযাপন

“মুজিববর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশামন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভাপক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক,

শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, শিক্ষা কর্মকর্তা এসএম সার ওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খানু, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, নির্বাচন অফিসার আনিসুর রহমান, পরিবারি পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী হেলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ বেলজার রহমানের নির্দেশনায় দিবসটি উপলক্ষে অগ্নি নির্বাপন মহড়া ও দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।

দৈনিক বগুড়া