মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বগুড়া বার সমিতি’র মতবিনিময় সভা

বগুড়া বার সমিতি’র মতবিনিময় সভা

মঙ্গলবার বিকেলে গওহর আলী ভবনের সভা কক্ষে বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি এ্যাড: শফিকুল ইসলাম টুকু,প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের জি গ্রুপের সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড:আব্দুর রহমান পিপি।

উপস্থিত সভায় বক্তব্য রাখেন এ্যাড: আব্দুল মতিন পিপি,এ্যাড: রেজাউল করিম মন্টু,এ্যাড: মকবুল হোসেন মুকুল,এ্যাড:জাহিদ গালিব, এ্যাড: রফিকুল ইসলাম,এ্যাড: নরেশ মুখার্জ্জী,এ্যাড: জাকির হোসেন নবাব,এ্যাড: আশিকুর রহমান সুজন,এ্যাড: জয়।অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড: তবিবর রহমান তবি।সভায় নব নির্বাচিত সদস্য উপস্থিত আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: