মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নারী শ্রমিকের মৃত্যু!

বগুড়ায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নারী শ্রমিকের মৃত্যু!

বগুড়ার শেরপুরে কেমিক্যাল কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আয়েশা বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও তিন নারী শ্রমিক অসুস্থ হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুরে এসআর কেমিক্যাল নামক প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে।

আয়েশা বেগম শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সোলায়মান আলীর স্ত্রী। জানাগেছে, বগুড়া- ৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন এসআর কেমিক্যাল কারখানায় বুধবার বিকেলে কয়েকজন নারী শ্রমিক রান্নার কাজ করছিলেন। এসময় কারখানার বিষাক্ত গ্যাসে চারজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ শ্রমিক মনোয়ারা বেগম (২৬), ঝরনা বেগম (২৮) এবং আজিরন বেওয়াকে (৪০) বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. সাজিত হাসান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আয়েশা বেগমের মৃত্যু হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আয়েশা বেগম রান্নার কাজে সহযোগিতা করছিলেন। বিষাক্ত গ্যাসে আক্রান্তের কথা কোন শ্রমিক জানায়নি। তিনজন অসুস্থ হওয়ার তথ্যও পুলিশের কাছে নাই। আয়েশা বেগমের মৃত্যু নিয়ে বিভিন্নজন প্রশ্ন তোলায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই