শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নিটল মটরসের `বন্ধু সুরক্ষা` শীর্ষক সভা অনুষ্ঠিত

বগুড়ায় নিটল মটরসের `বন্ধু সুরক্ষা` শীর্ষক সভা অনুষ্ঠিত

বিশ্বখ্যাত টাটা মটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে জনপ্রিয় নাম নিটল মটরস তাদের বাণিজ্যিক গাড়ির গ্ৰাহকদের নিয়ে বগুড়ায় ' বন্ধু সুরক্ষা ' শীর্ষক বিশেষ মতবিনিময় অনুষ্ঠান করেছে।

অনুষ্ঠানে বর্তমান কোভিড পরিস্থিতিতে কিভাবে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব প্রদান করা হয়। এছাড়া অর্থনৈতিক মন্দার এই সময়ে গ্ৰাহকদের সুবিধার জন্য সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর নিটল মটরস প্রদত্ত বিশেষ ডিসকাউন্ট এর কথা উল্লেখ করা হয় ।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরতলীতে অবস্থিত পাঁচ তারকা হোটেল মম ইন এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিটল নিলয় গ্ৰুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ' বন্ধু সুরক্ষা" শীর্ষক এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা মটরস লিমিটেডের সার্ক অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ - সভাপতি মাহফুজুল ইসলাম রাজ , টাটা মটরস বাংলাদেশ এর কান্ট্রি হেড মাধু প্রকাশ , নিটল মটরস লিমিটেডের সিইও সেলস্ এন্ড মার্কেটিং মোহাম্মদ তানবীর শহীদ , টিএমএসএস'র উপদেষ্টা আয়েশা বেগম , নিটল মটরস্ এর বগুড়া অঞ্চলের পরিবেশক মতিয়ার রহমান পাইকাড়। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

দৈনিক বগুড়া