বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে জেল হত্যা দিবস পালিত

শিবগঞ্জে জেল হত্যা দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।  তিনি বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের ভেতর জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। সেই খুনিদের উত্তরসূরিরা এখনও দেশটাকে অচল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল হক ইমদাদ,  পৌর আওয়ামীলীগ লীগের সাধারন সম্পাদক মোল্লা সামছুল ইসলাম, যুবলীগের যুগ্ন সম্পাদক শিহাব উদ্দিন শিবলী, কৃষক লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম পারভেজ মুকুল।

এসময় উপস্থিত ছিলেন  পৌর আওয়ামীলীগ লীগের সভাপতি মোঃ আমিনুল হক দুদু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা মিন্টু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, লোকমান,  আব্দুল কুদ্দস, স্বেচ্চাসেবক লীগ নেতা মোঃ সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু রায়হান, রাকিব, আরমানসহ ১২ ইউনিয়ন,  পৌর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ। পরিশেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দৈনিক বগুড়া