বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের টিকা দিয়ে খুব শীঘ্রই শ্রেণিকক্ষে ফিরে আনবে সরকার

শিক্ষার্থীদের টিকা দিয়ে খুব শীঘ্রই শ্রেণিকক্ষে ফিরে আনবে সরকার

বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এই সরকার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে খুব শীঘ্রই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে নিবে সরকার।

তিনি ৮ নভেম্বর সোমবার বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সুধী সমাবেশে উপরোক্ত কথা বলেন। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সহিদুল হক টুল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী নিরঞ্জন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাহফুজ আলম সোহেল, ছাত্রলীগ নেতা হৃদয় হাসান অন্তর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য আরও বলেন, সরকার শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিশ্বের দরবারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সরকার নারী শিক্ষার হার বাড়াতে ডিগ্রী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছে।

তিনি পরিশেষে বলেন, সরকার বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ঘরে বসে শেখার সুযোগ পেয়েছে। বর্তমানে সরকার কোমলমতি শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় এনে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে স্কুলে ফিরে আনার চেষ্টা করছে। এ সময় তিনি অত্র বিদ্যালয়ের ১৪৪ জন বিদায়ী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে নগদ ৫শ’ টাকা করে টিফিন ফি প্রদান করেন।

দৈনিক বগুড়া