শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার তালুচে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালুচ ওএইচকেএম উচ্চ বিদ্যালয় মাঠে তালুচ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোবিন্দগঞ্জের বুনাতলা ফুটবল খেলোয়ার কল্যান সমিতি ১-০ গোলে আলআমিন ক্রীড়া চক্র বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন। তাকে সহযোগিতা করেন। সাজ্জাদ ও হোসাইন। খেলা শেষে তালুচ বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও গুনাহার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী লিখন এর পরিচালনায় এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, গুনাহার ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক মেহেদী হাসান সজল সহ ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক। খেলায় ধারাভাষ্য প্রচার করেন হোসেন আলী। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স দলনেতার হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই