বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ায় চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে গরুগুলো বিক্রির উদ্দেশ্যে নেয়া হয়। সেখানে অভিযান চালিয়ে গরু তিনটি উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের কৃষক মনির হোসেন সাখিদারের গোয়াল ঘর থেকে ঐ তিন গরু চুরি হয়। গ্রেফতাররা হলেন- বগুড়া সদর উপজেলার বড় টেংড়া গ্রামের তাজমুল হোসেনের ছেলে তোফাজ্জল (৫০) ও ছায়েদ আলীর ছেলে জমির উদ্দিনকে (৪৫)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, গরু চুরির ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন মনির। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনই চোর চক্রের সদস্য।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মহাস্থান হাট থেকে গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

দৈনিক বগুড়া