বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাবতলীতে মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাবতলীতে মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬ষ্ঠ ধাপে সোনারায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার গাবতলীতে উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে ২২ ডিসেম্বর বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব লিমন পাইকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব কামরুজ্জামান মানিক, যুগ্ম আহবায়ক পবন সরকার, সদস্য জাহাঙ্গীর আলম জনি, সাইফুর রহমান স্বপন, আব্দুল্লাহ দুলাল, রায়হান, বগুড়া সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আরাফাত হোসেন, সারিয়াকান্দি উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মাজাহারুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, আদমদিঘী উপজেলা মৎস্যজীবী লীগের কুতুবুল আলম রুপক, সদস্য সচিববৃন্দ মান্নান মাষ্টার, আবু হান্নান, সোহেল রানা রাজু, রুমন, মাহামুদুল, শাহিন আলম, গাবতলী পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক সুমন প্রামানিক ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা হাফিজার, সাহিদুল, কৃষ্ণ হাওলাদার, ফটিক প্রাং, জামাল, সুলতান, আমিনুর, নিপু, রাজু, গোলাম রব্বানী প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ৩১জানুয়ারী অনুষ্ঠিতব্য ২নং সোনারায় ইউপি নির্বাচনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনককে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়।

দৈনিক বগুড়া