শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ ইউপিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন

৭ ইউপিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক চেয়ে বগুড়ার সোনাতলা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বগুড়ার ৭ ইউনিয়নের চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

এরা হলেন, সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড। মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অসীম কুমার জৈন নতুন, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দবির হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।

জোড়গাছা ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনারুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রোস্তম আলী মন্ডল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক উপাধ্যক্ষ তরিকুল আলম স্বপন, শাহাদত জামান রুবেল।

পাকুল্লা ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুব মহিলীলীগ নেত্রী লাবনী সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, কৃষকলীগ নেতা আবু লায়েছ নাহিদ।

দিগদাইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন, মেজবাউল হক জুলু, আলী তৈয়ব শামীম, হারুনুর রশিদ, তৌহিদুল ইসলাম টুল্লু।

তেকানীচুকাইনগর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শামছুল হক মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার।

বালুয়া ইউনিয়নে শুধুমাত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ৬ষ্ঠ ধাপের প্রার্থী তালিকা চুড়ান্ত করবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারী ২০২২ তারিখে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ৩১ শে জানুয়ারী ২০২২ তারিখ সোমবার ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক বগুড়া